৳ ৪০০ ৳ ৩৪০
|
১৫% ছাড়
|
Quantity |
|
২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি ২০০ কিংবা তার বেশি টাকার বই কিনলেই পাচ্ছেন ২০০ টাকা সমমূল্যের বই একদম ফ্রি !
বাঙালির সুদীর্ঘকালের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ইতিহাসে সব চেয়ে গৌরবময় ও বীরত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ১৯৭১ স্কুলের মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ শেষে বিজয় অর্জন। গর্বদীপ্ত এ অধ্যায়ের নেপথ্যে আছে মুজিবনগরের বিশাল অবদান। বলা যায় বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মমুহর্তে ধাত্রীপনার দায়িত্ব পালন করে মুজিবনগর ।
মুজিবনগর নয় বৈদ্যনাথতলা, মেহেরপুর জেলার সীমান্তবর্তী ছায়াসুনিবিড় এক অতি সাধারণ গ্রাম। ১৯৭১ সালের ১৭ এপ্রিল, ইতিহাস এই সামান্য গ্রামটির মাথায় পরিয়ে দেয় মহিমামণ্ডিত নতুন নামের অসামান্য রাজমুকুট–মুজিবনগর । এখানেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে, এখান থেকে সেই সরকার দক্ষ হাতে দেশ পরিচালনা ও দখলদার পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সাহসিকতাপূর্ণ
মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং দীর্ঘ ন' মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াই শেষে ছিনিয়ে আনে বিজয়সূর্য। সেই থেকে এই মুজিবনগর হয়ে ওঠে সব বাঙালির কাছে পবিত্রতম তীর্থস্থান ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে হলে অত্যন্ত অপরিহার্য হয়ে ওঠে একাত্তরের মুজিবনগরকে জানা। পরিতাপের বিষয় হচ্ছে অধিকাংশ ইতিহাসবিদই অনিবার্য এই প্রসঙ্গটিতে যথাযথ মনােযােগও দেননি, পর্যাপ্ত শ্রমস্বীকার করতেও চাননি। ফলে এক রকম দায়সার আলােচনার মধ্যেই আটকে থেকেছে মুজিবনগরের অবদান ।এই প্রথম মাঠপর্যায়ে ঘুরে ঘুরে একেবারে শেকড়-সন্ধানী তথ্যাবলি সংগ্রহ করে গ্রন্থাকারে প্রকাশের মধ্যদিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগরের সার্বিক অবদান মূল্যায়নের প্রয়াস।
Title | : | বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর |
Author | : | রফিকুর রশীদ |
Publisher | : | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
ISBN | : | 9847028901008 |
Edition | : | 2019 |
Number of Pages | : | 296 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরুহয় তার কর্মজীবন। মন টেকে না চা-বাগানে। অচিরেই যোগ দেন কলেজ শিক্ষকতায়। এখনও আছেন সেই প্রিয় পেশাতেই, মেহেরপুরের গাংনী কলেজে। একান্ত নিভৃতে কাব্যচর্চা দিয়ে লেখালেখির সুত্রপাত হলেও সত্তর দশকের শেষভাগে পত্র পত্রিকায় গল্প লিখেই রফিকুর রশীদের আত্মপ্রকাশ সাহিত্যজগতে। প্রথম গল্পটি লেখেন ছোটদের জন্যে। তারপর দেশের প্রায় সকল উল্লেখযোগ্য কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছোটদের বড়দের সকলের জন্যে। জীবনের সামান্য ঘটনাও শৈল্পিক বর্ণনা এবং বুনুন নৈপুন্যের কারণে তাঁর গল্পে অসামান্য মর্যাদা লাভ করে। চরিত্র চিত্রণ ও বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছোটদের জন্যে লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয়বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তো আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা-কৌতুহলে ভরা, বিচিত্র বর্ণে বর্ণিল ছোটদের নিজস্ব। ভুবনের আলোচনা উপস্থাপন ঘটে চলেছে তাঁর লেখা শিশু ও কিশোর সাহিত্যে। বাংলাদেশ শিশু একাডেমী থেকে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ ‘প্রভাতফেরি’ প্রকাশের পর শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে রফিকুর রশীদ অর্জন করেন এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং কাজী কাদের নওয়াজ শিশুসাহিত্য সম্মাননা।
If you found any incorrect information please report us